অধ্যক্ষের বাণী



অধ্যক্ষের কথা
মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে শিক্ষা। যে শিক্ষা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সুনাগরিক তৈরি করে না, তাকে আমরা প্রকৃত শিক্ষা বলতে পারি না। তাইতো এই শিক্ষার আলো ছড়াতে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক লায়ন মোঃ নজরুল ইসলাম তাঁর একক অর্থায়নে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ১৯৯৩ সালে সম্পূর্ণ ‘রাজনীতি ও ধূমপান মুক্ত' এই ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন। মানব সভ্যতা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে শিক্ষার ভূমিকাই মুখ্য। শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নের মাধ্যমে একটি জাতি উন্নত ও সমৃদ্ধ হয়ে ওঠে। সমাজ সচেতন ও দায়িত্বশীল আদর্শ নাগরিক তৈরিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তবে এই শিক্ষা হতে হবে অবশ্যই সুশিক্ষা । শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই সুশিক্ষা কখনোই অর্জন করা সম্ভব নয়। এই তিন শক্তির সমন্বয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী সুশিক্ষা লাভ করে অনায়াসেই আমাদের সমাজে আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আছে এমন এক দল আদর্শ শিক্ষক-শিক্ষিকা যারা নিবেদিত প্রাণ ও কর্মচঞ্চল শিক্ষার্থীরা তাদের সংস্পর্শে এসে খুব সহজেই সঠিক পথের সন্ধান লাভ করতে পারে, খুঁজে পেতে পারে নিজেদের সঠিক ঠিকানা। সামগ্রিক বিচারে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ হচ্ছে দেশের একটি আদর্শ শিক্ষালয় যেখানে শিক্ষার্থীদের মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করে সাফল্য লাভ করা ।
আমাদের প্রত্যাশা এলাকাবাসী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে এই শিক্ষালয়টি হয়ে উঠবে একুশ শতকের এমন এক আদর্শ ও আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পূর্ণ নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশের মধ্য দিয়ে নিজেদের বিকশিত করার পরিপূর্ণ সুযোগ পাবে এবং নিজেদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবে। পরিশেষে কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।


মোঃ লুৎফর রহমান
অধ্যক্ষ
লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ।